মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর, ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুরে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত (৩১ জানুয়ারি) ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন ৫ ইউনিয়নে। এছাড়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন ১ ইউনিয়নে। ৪ টি ইউনিয়নের বিজয় ছিনিয়ে নিয়েছে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থীরা।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১ নং ছনধরা ইউনিয়নে নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে ৭২ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
২ নং রামভদ্রপুর ইউনিয়নে ৬০০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রোকনুজ্জামান, ৫১৭৮ ভোট পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা দুদু মিয়া।
৩ নং ভাইটকান্দি ইউনিয়নে ৭৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আহমেদ।
৪ নং সিংহেশ্বর ইউনিয়নে নিকটতম প্রতিদ্বন্দ্বি থেকে ৪৮ শ’ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোঃ শাহা আলী।
৫ নং ফুলপুর ইউনিয়নে ১৬৩৯ ভোট পেয়ে চতুর্থ স্থানে নৌকার প্রার্থী মোঃ আবুল কাশেম, ৩৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রেজাউল হক ফকির রাসেল, নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা মাদিউর রহমান মাহাদী পেয়েছেন ৩৬৬৩ ভোট।
৬ নং পয়ারী ইউনিয়নে নৌকার প্রার্থী এনামুল কবির কে ২২৭০ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মতো জয়লাভ করছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী মোঃ মফিজুল ইসলাম।
৭ নং রহিমগঞ্জ ইউনিয়নে ৮৬৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী একরাম হোসেন চৌধুরী পান্না, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম খান (হাতপাখা) পেয়েছেন ৪৭৩৪ ভোট, ৩৯২৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন নৌকার প্রার্থী আবু সাঈদ সরকার।
৮ নং রুপসী ইউনিয়নে ৮৩৫০ ভোটে জয় লাভ করেছেন আ’লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ সুলতান চৌধুরী, ৩৩১৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপির শাকিল আহমেদ দিপু।
৯ নং বালিয়া ইউনিয়নে ১০৭১১ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ দেলোয়ার মোজাহিদ সরকার।
১০ নং বওলা ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ মাহবুব আলম ডালিম, ২৭৯৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী হামিদুল্লাহ খান (মিন্টু মাস্টার), ২১০১ ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন নৌকার প্রার্থী এডভোকেট হারুন অর রশিদ।