ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশের অন্যতম চাবি’ সবাইকে বেশি বেশি বই পড়ায় আগ্রহী করে তুলতে ওই প্রতিপাদ্যকে ধারন করে, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী “ত্রিশাল প্রেসক্লাব পাঠাগার” শনিবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য নূরুল আলম পাঠান মিলন।
ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচএম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় পাঠাগার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য নূরুল আলম পাঠান মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, অধ্যাপক গোলাম মোস্তফা, সহসভাপতি এসএম হোসাইন শাহীদ, ময়মনসিংহ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রেজাউল করিম বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আপেল মাহমুদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, সাহিত্য ও প্রচার সম্পাদক মামুনুর রশীদসহ অন্যান্যরা।