স্বজন ডেস্ক : অবাধ সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার লক্ষে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে সার্চ কমিটি। নামগুলো প্রকাশ করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে, তা প্রকাশ করা হয়নি।
সার্চ কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার পর প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়।
গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, ইসি গঠনের জন্য প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হবে। যেসব রাজনৈতিক দল আগের নির্ধারিত সময়ে নাম প্রস্তাব করতে পারেনি, তাদেরকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়।
৩২২ জনের নামের তালিকা