আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল বরিশাল-কুমিল্লা। ফাইনালে ওঠার লড়াইয়ে উত্তেজনাপূর্ণ এক ম্যাচ মঞ্চায়িত হয়েছে। নির্ধারিত ২০ ওভারে বরিশালের ৮ উইকেটে করা ১৪৩ রানের জবাবে কুমিল্লা ৭ উইকেটে করতে পারে ১৩৩ রান। হারলেও অবশ্য কুমিল্লার ফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে না। বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার দিয়ে সুযোগ থাকবে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।