গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি/২০২২) পিকনিকের পিকআপ উল্টে ২৫জন আহত হয়েছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, ঈশ্বরগঞ্জ থেকে পিকনিকের পিকআপ ভ্যানটি ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় রাস্তার মাঝখানেই উল্টে শিক্ষার্থীরা আহত হন।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আব্দুর রহিম জানান, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কয়েকজন পরীক্ষার্থী এবং এলাকার তরুণরা মিলে দুর্গাপুরে পিকনিকের উদ্দেশ্যে ৩৫জন পিকআপ ভ্যানে রওনা দেয়। শিবপুরের প্রত্যক্ষদর্শী শিবপুর গ্রামের মো. জয়নাল আবেদিন জানান, পি-আপ ভ্যানটি শিবপুর বাজার অতিক্রমের সময় গাড়িতে থাকা সাউন্ডবক্সের উচ্চ শব্দের সঙ্গে ছেলেরা নাচানাচি করছিলো। উদ্দাম নাচের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গড়াগড়ির একপর্যায়ে পিক-আপটি উল্টে যায়। গাড়িতে থাকা সিংহভাগ শিক্ষার্থীই আহত হন। আরেক প্রত্যক্ষদর্শী রামগোপালপুরের মো. নুরুল ইসলাম জানান, আহতদেরকে আমরা বিভিন্ন যানবাহনে উঠিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রহিমের পুত্র রুবেল মিয়া, বড়ভাগ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জয়, ১০ম শ্রেণির ছাত্র নুর ইসলাম, মিলন মিয়া, ৯ম শ্রেণির ছাত্র মাহিম, একাদশ শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম, জয়দুল ইসলাম, তোরাফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়ভাগ গ্রামের মো. অলি উল্লাহ জানান, আহতদের মধ্যে ৬/৭জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল (ক্লিনিকে) ভর্তি করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও আলামত সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি।