স্টাফ রিপোর্টার : মুক্তাগাছা টু জামালপুর মহাসড়কে মুক্তাগাছা থানাধীন ঘাটুরী বলের সড়ক নামক স্থানে বিপরীত দিক দিয়ে দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রাক সিএনজিকে চাপা দিলে সিএনজি তিন যাত্রী নিহত হয়।
এ ঘটনায় ১৭ ই ফেব্রুয়ারি ৯টার দিকে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি ময়মনসিংহ ক্যাম্প এর একটি বিশেষ অভিযানিক দল, মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকা হতে মুক্তাগাছা থানাধীন ঘাটুরী বল নামক স্থানে মহাসড়কে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে ০৩ (তিন) জন সিএনজি আরোহী মৃত্যু ঘটানো ঘাতক ট্রাক চালক ১। মোঃ আনিছ মিয়া (৪২) পিতা- মোঃ আজিজুল হক@ হাসু মিয়া, সাং- খাগডহর ঘুন্টি, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ১৬/০২/২০২২ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৪৫ ঘটিকার সময় মুক্তাগাছা টু জামালপুর মহাসড়কে মুক্তাগাছা থানাধীন ঘাটুরী বলের সড়ক নামক স্থানে বিপরীত দিক দিয়ে দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রাক সিএনজি চাপা দিলে সিএনজি আরোহী সবাই মারাতড়বক আঘাতপ্রাপ্ত হয়। এদের মধ্যে চালক সহ ০৩ (তিন) জন আরোহী নিহত হয় এবং অপর ০৩ (তিন) জন আরোহী মারাতড়বকভাবে আহত হয়।
৩। এ বিষয়ে ঘাতক চালককে আসামী করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।