স্টাফ রিপোর্টার : সঠিক মান যুগের সঠিক মূল্যায়ন ক্রেতা বিক্রেতা উভয়ই লাভবান হোন এই অঙ্গিকার নিয়ে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় আজাদ শপিং কমপ্লেক্সের ২য় তলায় উদ্বোধন করা হয়েছে রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার এন্ড হলমার্ক সেন্টার (স্বর্ণ পরীক্ষা কেন্দ্র)। স্বর্ণের অলংকার এর বিশ্ব মান নিশ্চিত করতে বিদেশ থেকে আনা সর্বাধুনিক মেশিনের সাহায্যে স্বর্ণ অলংকার পরীক্ষার পর সঠিক মান খোদাই করে দেওয়া হবে সিল।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন। রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার এন্ড হলমার্ক সেন্টার উদ্বোধন কালে আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম বজলুর রহমান, জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মালিক মোহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট ব্যবষায়ী মোঃ শফিকুল্লাহ, জেলা স্বর্ণ কর্মচারী সমিতির সভাপতি পবিত্র রঞ্জন রায়, রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার এর সভাপতি গোবিন্দ বণিক, ব্যবসায়ী আব্দুল জব্বার, জোবায়ের হোসেন, পরিতোষ কর্মকার প্রমুখ। সভাপতিত্ব করেন গোপাল চন্দ্র ধর। এসময় ময়মনসিংহ জেলা স্বর্ণশিল্পী কর্মচারী সমিতি সহ অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথি বৃন্দ কেক ও ফিতা কেটে রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার এন্ড হলমার্ক সেন্টার শুভ উদ্বোধন করেন।