ইউক্রেনের কর্মকর্তারা জানান, আলোচনায় তাদের মূল এজেন্ডা থাকবে, ইউক্রেন থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহারের বিষয়ে দেশটির ওপর চাপ প্রয়োগ করা। একই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করা।
মস্কো জানায়, তারা নিজেদের অবস্থান এখনই নিশ্চি করতে চাচ্ছেন না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের আলোচনার জন্য অপেক্ষা করা উচিত। আমি আমাদের অবস্থান সম্পর্কে কিছু জানাতে চাই না।’
যুদ্ধে লিপ্ত দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য একটি ভেন্যু প্রস্তুত রাখার কথা আগেই জানিয়েছিল বেলারুশ সরকার। সে সময় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকস্থলের একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, লম্বা একটি টেবিলের শেষ প্রান্তে রাশিয়া ও ইউক্রেনের পাতাকা। মাঝখানে শোভা পাচ্ছে বেলারুশের পতাকা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। হামলায় এখন পর্যন্ত দেশটি থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, বিবিসি