ধোবাউড়ায় রাস্তার নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফাটল

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই কংক্রিটের ঢালাই দেওয়া রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় কাজের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধোবাউড়া ব্রিজ থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত নির্মানাধীন রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করায় নির্মাণের এক দিন পরেই ঢালাই ফেটে গেছে।

এছাড়াও রাস্তার গাইড ওয়াল নির্মাণ নিয়েও রয়েছে অভিযোগ। রাস্তার একদিকে সম্পূূর্ণ অংশ জুড়ে গাইডওয়াল নির্মাণ করার কথা থাকলেও অনেক জায়গায় গাইডওয়াল নির্মাণ করেনি ঠিকাদার। ব্যক্তিগত ভবনের সিড়ি কিংবা ফ্লোরই গাইড ওয়াল হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে কোন কোন জায়গায়। নদীর পাশেও বাঁশ পুঁতে কোনরকম কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

ধোবাউড়া মহীলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, নিম্নমানের নির্মানসামগ্রী ব্যবহার করায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ১কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দে চার’শ চল্লিশ মিটার রাস্তার কাজটি পায় নেত্রকোণার ঠিকাদারি প্রতিষ্ঠান “প্রিতম এন্টারপ্রাইজ”।
ঠিকাদারের প্রতিনিধি মোশাররফ হোসেন বলেন, উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলীদের উপস্থিতিতে রাস্তায় ঢালাই দেওয়া হয়েছে। কেন ফাটল শুরু হয়েছে তা আমি জানি না। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহবুবুল করিম জানান, ঢালাই দেওয়ার সময় রোদের তাপমাত্রা বেশী থাকার কারনে হয়তো ফাটল শুরু হয়েছে। যে সব স্থানে ফাটল দেখা দিয়েছে সেখানে ভেঙে পুনরায় নির্মাণ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।