কেন্দুয়ায় নির্মাণাধীন মুরগির ফার্মে লাল নিশান

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের কমলপুর চকপাড়া এলাকায় নির্মাণাধীন মুরগী ফার্মের কাজ বন্ধ করে লাল নিশান টানিয়েছে পৌর কতৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের আবেদনের পেক্ষিতে পরিবেশ সুরক্ষা বিবেচনায় গতকাল মঙ্গলবার দুপুরে এই লাল নিশান উড়িয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় হয়।

অভিযোগকারী বাবুল খান বলেন,আমাদের বাড়ির পাশে একটি মাদ্রাসাসহ আমাদের বেশ কয়েকটি পরিবার বসবাস করি। আমাদের বসতঘর ঘেঁষে ছিলিমপুর গ্রামের গোলাম কিবরিয়া বাকি মুরগীর ফার্ম নির্মাণকাজ শুরু করলে আমরা প্রথমে মৌখিকভাবে বললেও তিনি আমাদের কথা শুনেন না। পরে পরিবেশে কথা বিবেচনা আমরা বাধ্য হয়ে পৌরসভায় লিখিত অভিযোগ দিলে পৌর কতৃপক্ষ আমাদের অভিযোগটি আমলে নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কেন্দুয়া পৌরসভার সচিব দেবাশীষ দাস জানান,পৌরসভার আবাসিক এলাকায় পরিবেশ দূষণ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড করা থেকে সবাইকে সর্তক করে থাকি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পেক্ষিতে উক্ত স্থানে পরিবেশ দূষণ হয় এমন নির্মাণকাজ বা প্রতিষ্ঠান যাতে গড়ে না ওঠে সে লক্ষ্যে লাল নিশান টানানো হয়েছে।