গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। সোমবার উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে ভোর ৬টা ৪৫মিনিটে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সকালে স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে¬ প্রদর্শন করে।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা নির্বাহী কর্র্মকর্র্তা মোঃ আবিদুর রহমান, গফরগাঁও থানার অফিসার ইনচার্র্জ ফারুক আহম্মেদ ও পাগলা থানার অফিসার ইনচার্র্জ মোঃ রাশেদুজ্জামান। পরে একই স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।