ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক কিশোরীকে ইভটিজিংয়ের দায়ে শিপন চন্দ্র বর্ম্মন (১৮) নামের এক কিশোরকে ১ মাসের কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ননায় জানা যায়, ইভটিজিংকারী ওই কিশোর ময়মনসিংহ সদর উপজেলার চরনিলখিয়া এলাকার সুধীর চন্দ্র বর্ম্মনের ছেলে।
সে গত বুধবার চরনিখলা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সকালে চরনিখলা স্টেশন রোড দিয়ে এক কিশোরী স্কুলে যাচ্ছিল। এসময় রাস্তায় শিপন কিশোরীকে উত্ত্যক্ত করলে মেয়েটি ভয়ে এক দোকানের সামনে আশ্রয় নেয়।
স্থানীয়রা জিজ্ঞাসা করলে ঐ যুবক তাকে উত্ত্যক্ত করছে বলে জানায়। এক পর্যায়ে স্থানীয়রা শিপনকে আটক করে বিষয়টি ইউএনওকে অবহিত করে। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ায় ঐ কিশোরকে এ শাস্তি প্রদান করেন।