কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রক্ষার্থে বিভিন্ন ধরনের পণ্যের ব্যবসায়ীদের নির্দেশনা প্রদানের পাশাপাশি ৭ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম। আজ রোববার দুপুরে পৌর শহর এলাকার মধ্যবাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিভিন্ন নির্দেশনার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা শেষে তিনি বলেন,পৌর শহর ছাড়াও রুটিন ওয়ার্ক উপজেলার প্রায় সবক’টি বাজার মনিটরিং করা হবে। সেখানে মজুদদার ও সিন্ডিকেট ব্যবসায়ী চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আপনাদের ওয়ার্নিং দিয়ে গেলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন ব্যবসায়ী যাতে ভোক্তারা কোনভাবেই প্রতারিত না হন। সে বিষয়টি উপজেলা প্রশাসন খুব গুরুত্ব সহকারে দেখছে। নিজে সংযম হন, অন্যকে সংযমি হতে উৎসাহ প্রদান করুণ।