গফরগাঁওয়ে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ১১, ২০২২

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে ষ্টেশন প্লাটফর্ম এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ বুধবার ১১ মে সকাল ৯টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী নারায়ন প্রসাদ সরকার, ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন ইয়ার্ড এলাকার ১৫৬ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় রেল পুলিশের পাশাপাশি গফরগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।

গফরগাঁও রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ আব্দুল্লাহ আল হারুন জানায়. গফরগাঁও রেলওয়ে ষ্টেশন এলাকায় ব্যবসা করার জন্য মাত্র ১২ টি দোকানের লাইসেন্স আছে । লাইসেন্স ছাড়া অবৈধ স্থাপনা ও দোকান আছে প্রায় চার শতাধিক।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ শফিউল্লাহ বলেন, রেলের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আগেই নোটিশ দেওয়া হয়েছিল। দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।