টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এডাব-ময়মনসিংহ জেলা শাখা আয়োজনে

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

স্টাফ রিপোর্টার : এডাব-ময়মনসিংহ জেলা শাখা আয়োজনে টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

২২ জুন বুধবার সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।


এডাব-ময়মনসিংহ জেলা শাখা সভাপতি ও তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও এডাব কেন্দ্রীয় নির্বাহী সদস্য লায়ন মোহাম্মদ আবদুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন এডাব-ময়মনসিংহ জেলা শাখা সহ-সভাপতি ও প্রগতি কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কামরুজ্জামান, রুমান সচেতন কল্যাণ সংস্থার মাহবুর রহমান, টিআইবির হাবিবুর রহমান প্রমুখ। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন কেন্দ্রীয় এডাবের সমন্বয়কারী নরুল আমীন স্বপন।