কেন্দুয়ায় ফুফুর সাথে মাদ্রাসা গিয়ে লাশ হলো শিশু আলফা

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

কেন্দুয়া ( নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় ফুফু রিমা আক্তারের সাথে মাদ্রাসায় গিয়ে অটোরিকশা-কভার ভ্যানের সংর্ঘষে লাশ হলো শিশু আলফা আক্তার (৬)। এঘটনাটি বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে রায়পুর বাঙ্গালী বাড়ির সামনে ঘটে। নিহত আলফা আক্তার মাসকা ইউপির পিজাহাতি গ্রামের রহমত বাঙালীর মেয়ে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, নিহত আলফা আক্তারের ফুফু রিমা মাসকা আয়েশা ছিদ্দিকা (রঃ) মহিলা মাদ্রাসায় পড়েন। ফুফুর সাথে মাদ্রাসায় যেতে প্রায় বায়না ধরতো। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে নিহত আলফা ফুফুর সাথে মাদ্রাসায় যান। দুপুরে মাদ্রাসা থেকে অটোরিকশা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ডিলাক্স সিমেন্টের একটি কভার ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ঘটনাস্থলেই আলফা মারা যায়। কেন্দুয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধারসহ কভার ভ্যান ও চালক নুরুল আলমকে আটক করেছেন।  কভার ভ্যান নং-ঢাকা মেট্রো উ ১২-১২৯৬।

কেন্দুয়া থানা পরিদর্শক (তদন্ত)মীর মাহাবুবুর রহমান জানান,এঘটনার সাথে জড়িত কভার ভ্যান ও চালক নুরুল আলমকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।