স্বজন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ঢাকার ৩ জন, খুলনার ২ জন, রংপুরের একজন ও ময়মনসিংহের ২ জনসহ মোট ৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৮৭৯ জন। ৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৪৯ জনের এবং মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জন।
গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৭২ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ।
মঙ্গলবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৯৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ১৯ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৯ দশমিক ৬৬ শতাংশসহ এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৭ জন পুরুষ এবং একজন নারী। এরমধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।