ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা :
ঈশ্বরগঞ্জ উপজেলার ৪নং আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে সু-শাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আঠারবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেনের মৃত্যুতে আগামী ২০ আক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন জুবের আলম কবীর রুপক (নৌকা), আমিনুল ইসলাম খান মনি (ধানের শীষ), মিজানুর রহমান মিজান (আনারস),জসিম উদ্দিন (চশমা) ও আবুল কালাম (মোটর সাইকেল)।
প্রার্থীরা বুধবার আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ে সুজন কর্তৃক আয়োজিত আমার চোখে আগামীর আঠারবাড়ী ও ইউনিয়নের উন্নয়ন ভাবনা র্শীষক আলোচনা সভার একমঞ্চে হাতে হাত রেখে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন করার শপথ নেন।
অনুষ্ঠানে প্রার্থীগণ জনগণের সম্মুখে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড প্রতিশ্রুতি দেন। ঈশ্বরগঞ্জ উপজেলা সুশানের জন্য নাগরিক সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার হাসান মো. ইমরান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম জহিরুল ইসলাম ও গভর্নিং বডির সদস্য আব্দুল লতিফ প্রমুখ। আলোচনা শেষে সুজনের যুগ্ম-সম্পাদক রেজাউল করিম রাজুর পরিচালনায় জনগণের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন প্রার্থীরা।