দুর্গাপুরে কমরেড মণি সিংহের জন্মদিন পালিত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

কলিহাসান, দুর্গাপুর (নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে পালিত হলো কমডের মণি সিংহের ১২১তম জন্মদিন। কমরেড মণি সিংহ একাধারে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি ছিলেন। বৃহস্পতিবার এ জন্মদিন উদযাপনের আয়োজন করে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটি।
এদিন কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপন,চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন হয় । এছাড়াও উপজেলার ১৫০জন বন্যার্ত হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে এক হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়া হয়।


আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সাধরান সম্পাদক রূপন কুমার সরকারের সঞ্চালনায় মেলা কমিটির আহ্বায়ক দূর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে মনিসিংহের কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমরেড মণি সিংহের ছেলে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ। সভায় আরও বক্তব্য দেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ডিএসকের যুগ্ম পরিচালক মো. আলা উদ্দিন,উপজেলা সুজনের সভাপতি অজয় সাহা, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা সুজনের সভাপতি অজয় সাহা, যুগ্ম সাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি মাসুদ রানা প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য,কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।