রফিক বিশ্বাস. তারাকান্দা (ময়মনসিংহ) থেকেঃ ময়মনসিংহের তারাকান্দায় সড়কের দু’পাশে ধান মহাল থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে ফুটপাতে যাতায়ত করছে।
এ ছাড়া সড়কে ধান বোঝাই ট্রলি ও ট্রাক হতে ধান আনলোড করা যানবাহনের ঝটলা জমে যানজটের সৃষ্টি হচ্ছে।
জানা গেছে. উপজেলার বড় হাট তারাকান্দা বাজার সদরে অবস্থিত। ফলে প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি বেশী।আর উপজেলার প্রত্যান্ত হাটবাজার হতে প্রতিদিন শত শত ট্রলি ও ট্রাক ধান বোঝাই করে তারাকান্দা বাজারে নিয়ে আসে।
ধান মহালটি ময়মনসিংহ -শেরপুর -হালুয়াঘাট সড়কের দু’পাশে থাকায় ধান নিয়ে যানবাহনগুলো সড়কের দু’পাশে অবস্থান করতে হচ্ছে।
ফলে দূরপাল্লার বাস.ট্রাক যানজটে আটকা পড়ে থাকায় যাত্রীদের ঝুঁকি নিয়ে বসে থাকতে হচ্ছ।