কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় এক অধ্যক্ষকে মারধোরের অভিযোগ উঠেছে অফিস সহকারী বিরুদ্ধে।
এঘটনাটি সোমবার ( ২২ আগস্ট ) বেলা ১১ টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মডেল বাজার এলাকায় ঘটে।
আহত এ.কে.এম মহিবুল্লাহ উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা এম ইউ আলীম মাদ্রাসা ও বিএম কলেজে অধ্যক্ষ।
মাদ্রাসার অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম ভূঞা জুয়েলের নেতৃত্বে হামলা চালিয়ে মারধোর ও লাঞ্চিত করা হয়েছে অভিযোগ অধ্যক্ষের। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সুত্র জানায়, মাদ্রাসার অফিস সহকারী ও কাম কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর আলম ভূঞা জুয়েল গন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি।
সম্প্রতি জুয়েল একটি হত্যা মামলায় আসামী হলে তিনি পলাতক থাকেন। এ অবস্থায় তাকে ২০২১ সালের জুন মাসে সাময়িক বরখাস্ত করা হয়। এনিয়ে মাদ্রাসা অধ্যক্ষের সাথে অফিস সহকারী দ্বন্দ্ব তৈরি হয়। এক পত্রের পেক্ষিতে অফিস সহকারী জুয়েল রোববার (২১ আগস্ট) মাদ্রাসায় গেলে হামলার শিকার হয়। এরই জেরে অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে জানায় এলাকাবাসী।
অধ্যক্ষ এ.কে.এম মহিবুল্লাহ জানান,জুয়েলের চাকুরী এমপিও ভূক্তি হলে মাত্র ৩দিন মাদ্রাসায় এসেছে। তাকে বার বার ছুটির দরখাস্ত দেয়াসহ মাদ্রাসা উপস্থিত হতে বলা হলেও সে মাদ্রাসায় আসে না। এভাবে আজ প্রায় দুই বছর ধরে সে মাদ্রাসায় অনুপস্থিতি রয়েছে। তাকে বার বার বলার পরেও সে মাদ্রাসাও আসে না ছুটির দরখাস্ত দেয় না। আবার বেতন-ভাতা জন্য চাপ দেয় সে।
এব্যাপারে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলী হোসেন পিপিএম বলেন,এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত সহায়তা প্রদান করা হবে।