স্বজন ডেক্স : যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেন একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়েছে। এতে প্রাইভেটকারের চার যাত্রী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মহানন্দা ট্রেনটি ভাঙাগেট এলাকার ভৈরবসেতুর সংযোগস্থল অতিক্রম করার সময় প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, স্থানীয়রা প্রাইভেটকার থেকে চারজনের লাশ উদ্ধার করে। আর আহত দুইজনকে গুরুতর অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতরা হলেন প্রকোশলী হিরক, তার বন্ধু প্রকৌশলী আশরাফুল এবং তাদের দুইজনের স্ত্রী। তারা নড়াইল থেকে অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখাতে আসার পথে দুঘটনার শিকার হন। প্রাইভেটকারটি আশরাফুলের নিজের। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।