স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মযমনসিংহ এর অধীন এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা রবিবার শুরু হবে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবছর মোট ৬০ হাজার ৬শত ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। এই শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবেন।
এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ হাজার ৯২০জন পরীক্ষার্থী ৩৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিবেন।
নেত্রকোনা জেলায ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১টি কেন্দ্রে ১২ হাজার ৪৩৭ জন পরীক্ষায় অংশ নিবেন।
জামালপুর জেলায় ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২টি কেন্দ্রে ১২ হাজার ৯৭৭ জন পরীক্ষায় অংশ নিবেন।
শেরপুর জেরায় ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭টি কেন্দ্রে ৭ হাজার ৩০ জন পরীক্ষায় অংশ নিবেন।
জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের পরীক্ষা নিযন্ত্রক মোঃ সামছুল ইসলাম।