বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন কাল

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২
বঙ্গবন্ধু টানেল: টিউবের ভেতর তৈরি সড়ক

স্বজন ডেস্ক : কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউব উদ্বোধন হতে যাচ্ছে কাল । আগামীকাল শনিবার, ২৬ নভেম্বর ভার্চুয়ালি যুক্ত হয়ে বহুল প্রত্যাশিত এই টিউব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো টানেল জানুয়ারিতে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানেলের অভ্যন্তরে ৯৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রকল্প পরিচালক জানান, চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে কর্ণফুলীর তলদেশে এই টানেল করা হচ্ছে। বহুল প্রত্যাশিতে এই টানেলের একটি টিউবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন টানেলের পতেঙ্গা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরো টানেলের উদ্বোধন হবে আগামী জানুয়ারিতে।

তিনি আরও জানান, ২৬ নভেম্বর টানেলের দক্ষিণ প্রান্তের টিউবের নির্মাণকাজ শেষ হচ্ছে। উত্তর প্রান্তে টিউবের কাজ এখনো বাকি রয়েছে। সম্পূর্ণ কাজ ডিসেম্বরে শেষ হতে পারে। এরপর যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে টানেল।