দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
কমরেড মণি সিংহের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে সাতদিন ব্যাপী কমরেড মণি সিংহ মেলা শুরু হয়েছে। শনিবার দুপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মণি সিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ দূর্গাপ্রসাদ তেওয়ারী। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল- কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের অংশগ্রহনে কমরেড মণি সিংহ স্মরনে শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান, মনিসিংহের একমাত্র সন্তান ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কমরেড এমদাদুল হক মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলী আসগর, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান, পৌর যুবলীগের সভাপতি নজরুল মড়ল,উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপক সরকার, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সাতদিনব্যাপী মেলায় মুক্তিযোদ্ধা, জাতীয় রাজনৈতিক নেতারা, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন।প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে মেলায় তিন শতাধিক স্টল বসেছে।
ব্রিটিশ বিরোধী আন্দোলন, টংক আন্দোলন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কমরেড মণি সিংহ ।