স্টাফ রিপোর্টার : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আওয়ামীলীগ করি না। বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলেই মুক্তিযুদ্ধ করতে পেরেছি, এতদুর আসতে পেরেছি। কাদের সিদ্দিকী আরো বলেন, রক্তমাখা আমার বাংলাদেশের পতাকা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, বাংলাদেশকে পাকিস্তান বানাতে দিবে না একজন বাঙ্গালী বেছে থাকতেও । বিএনপি, জামাত পাকিস্তান বানাতে পারে একজন বাঙ্গালী বেছে থাকতে বাংলাদেশকে পকিস্তান বানাতে দিবে না।
সোমবার (২০ মার্চ) বিকেলে নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমি বৃহত্তর ময়মনসিংহের মানুষ। মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষ বেশী অংশ গ্রহণ করেছে। কিন্তু অত্র অঞ্চলের মানুষের মূল্যায়ন হয়নি। আমরা মূল্যায়ন পাওয়ার চেষ্টাও করিনি। মুক্তিযুদ্ধ করেছি কিছু পাওয়ার আশায় নয়। মুক্তিযুদ্ধ করেছি মানুষের সম্ভ্রভ্র রক্ষায়। সরকার গঠনের জন্য দল গঠন করি নাই। আমার মূখ্য উদ্দেশ্য হলো দেশের নিপিড়ীত মানুষের পাশে দাঁড়ানো। এদলটা পেন্টের বা চেয়ারের দল নয়, অবহেলিত গামছার দল যা নিপিড়ীত মানুষ ব্যবহার করে।
জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল আ: রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শাহিনুর আলম ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন নবী সোহেল, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দ্বীপ। আরো বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি এ,কে,এম উজ্জ্বল খান, শেরপুর জেলা শাখার আহবায়ক জুবাইদুল ইসলাম বাদল, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আবু ছুফিয়ান, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেহ হিবলু, যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাবিবুন নবী সোহেল, সখিপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সদর শাখার আবু তাহের প্রমুখ। কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিল্লাল হোসেন। সভা সহযোগিতায় ছিল যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ময়মনসিংহ জেলা শাখা। এসময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।