স্বজন ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহত ২০ ওমরাহ যাত্রীর মধ্যে আট জন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় আহত হন আরও ২৯ জন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো একে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এর আগে, সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ যাত্রী নিহত হন। আহত হন আরও ২৯ জন।
সোমবার আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে, গাড়িতে সমস্যা হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া, আল-এখবারিয়ায় সম্প্রচারিত ফুটেজে একজন সাংবাদিককে বাসের পুড়ে যাওয়া শেলটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।