কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় পল্লী এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এঘটনাটি রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা গ্রামে ঘটে।
এতে নগদ টাকাসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল ও স্থানীয় মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঞা। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন।