রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ) :
ময়মনসিংহ জেলার “১২তম উপজেলা তারাকান্দা ” তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী হাওয়া বইছে।
উপজেলার ১০ইউনিয়ন জুড়ে বইছে নির্বাচনী বাতাস।তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীরা যেমন মাঠে নেমে পড়েছেন, তেমনি তাদের সমর্থকদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।তারাকান্দা উপজেলা জুড়ে নির্বাচনী উৎসব বিরাজ করছে।
এ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন প্রার্থীরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিগত এক বছর যাবদ মাঠে নির্বাচনী প্রস্তুতি নিয়ে কাজ করছেন দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সালমা আক্তার কাকন এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবী রঙ্গিনপোষ্টার হ্যান্ডবিলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে সামাজিকভাবে প্রচারণা করছেন। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তারাকান্দা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও তারাকান্দা বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজের সাবেক নির্বাচিত জিবি সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী শামীম ও তারাকান্দা উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভপতি,শিক্ষানুরাগী,তরুণ সমাজ সেবক মোঃ রুহুল আমিন মাষ্টার বিগত ৫/৬ মাস যাবদ গনসংযোগ করছেন এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে প্রার্থীতা প্রকাশ করে আসছেন এবং উপজেলা বাসীর দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এই নিবাচনে চেয়ারম্যন পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, তারাকান্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া,
তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সায়ের আলমগীর সরকার টুটুল এর নাম শুনা যাচ্ছে।
বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট ফজলুল হক তফসিলকে স্বাগত জানিয়ে বলেন, গত নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি উন্নয়ন শুরু করেছিলেন এবং ব্যাপক উন্নয়ন করেছেন। আবারো আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিজয়ী হয়ে তারাকান্দা উপজেলাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চান। সেজন্য তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি সহযোগীতায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সম্ভাব্য চেয়ারম্যান পদে আওয়ামীলীগের জোড়ালো ও শক্তিশালী প্রার্থী হিসাবে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অবিভক্ত ফুলপুর তারাকান্দা উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,তরুণ বক্তা,সংগঠক,তারাকান্দা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব বাবুল মিয়া সরকার বলেন,তফসিল ঘোষণার পর পর তার বাসায় ও অফিসে বিপুলসংখ্যক উৎসুক কর্মী-সমর্থকের উপস্থিতি বাড়ছে এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহনের জন্য দাবি করছে। তিনি গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি,র মাধ্যমে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যশী। তিনি আরও বলেন, দল আমাকে মনোনয়ন দিলে তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব ইনশাল্লাহ।
আলহাজ্ব বাবুল মিয়া সরকার তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওযার পর থেকে দলীয় সকল কর্মকান্ডে অংশ গ্রহন করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহন করে ওবং সরকারের উন্নয়নমুলক কাজে নিজেকে সম্পৃত্ত রেখে জন সমর্থন আদায়ে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস দল তাকে সঠিক মৃুল্যায়ন করবে ইনশাল্লাহ।
তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়ন পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ জিয়উল হক জিয়া বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কছে নৌার মনোনয়ন প্রত্যাশী।তিনি আরও বলেন,তৃনমুল আওয়ামী লীগেরনেতা কর্মীসহ সাধারণ ভোটারদের প্রত্যাশা আমাকে দলীয় মনোনয়ন দিলে চেয়ারম্যান পদটি দলীয় ঘরে ফিরে আসবে।
এ ছাড়া চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি,একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক পাঁচ পাঁচ রারের নির্বচিত সাবেক এমপি এম শামছুল হকের রাজনৈতিক সহচর বাবু প্রদীপ কুমার চক্রবর্তী বলেন,গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি আমাকে দলীয় মনোনয়নের ব্যবস্থা করলে নৌকা প্রতীকে জয়ী হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। এ ছাড়া তারাকান্দা উপজেলা পরিষদের গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো নজরুল ইসলাম নয়ন গত নির্বাচন জয়ী হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন গ্রামে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ও দলীয় কর্মকান্ডে নিজেকে সম্পৃত করে উপজেলা উন্নয়ন মুলক কাজ করছেন।তিনি বলেন,আমার নেতা, আমার অহংকার মাননীয় গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি মহোদয় আমাকে যে পদে মনোনয়ন দিবেন, আমি তাহার দিক নির্দেশনা সেই পদে অংশ গ্রহন করব।
জাতীয় পার্টি এরই মধ্যে তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম,এ মাসুদ তালুকদার চেয়ারম্যন প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছে।
গত রবিবার নির্বাচন কমিশনার তারাকান্দা উপজেলা পরিষদের তফছিল ঘোষনা করেনা আাগামী ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।