দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়ালকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। সোমবার দুপুরে এ খবর নিশ্চিত করেন ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান।
জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর কুল্লাাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আওয়াল বাহিনীর হামলার শিকার হন সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা। এরপর ১০ দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল, তার দুই ভাই শামীম মিয়া ওরফে (শুটার শামীম) ও বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এ মামলায় বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল কে প্রধান আসামী করা হলে ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য তার পুর্বের বিভিন্ন অপকর্মের কথা উল্লেক করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক অনাস্থা প্রস্তাব দাখিল করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ প্রজ্ঞাপন জারি করেন।