শাহ্ আলম ভূঁইয়া, প্রধান প্রতিবেদক- নান্দাইল আঞ্চলিক অফিস:
বৃহস্পতিবার ( ২২ অক্টোবর ২০২০) শিশু কল্যাণ, টেকসই নিরাপদ আর্থ-সামাজিক এবং নারী শিক্ষা উন্নয়ন কল্পে নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যেগে নান্দাইল উপজেলার ৫ টি কর্ম এলাকা (আচারগাঁও, চন্ডিপাশা, নান্দাইল, শেরপুর ইউনিয়ন এবং নান্দাইল পৌরসভার) ২৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল প্রদান করা হয়।
সুমন রুরাম, নান্দাইল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন।
সকালে নান্দাইল পৌরসভার সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ১৫৪- ময়মনসিংহ-০৯, আনোয়ারুল আবেদীন খান (তুহিন)। তিনি নান্দাইল পৌরসভার ২৫ জন দরিদ্র মেধাবী শিক্ষাথীর মাঝে বাই-সাইকেল প্রদান করে। তিনি সবাইকে বিশ্ব ব্যাপি যে করোনা মহামারি আকার ধারণ করেছে তার সর্ম্পকে সচেতন থেকে একে অপরকে সাহায্য করার আহ্বান জানান। তিনি নারী শিক্ষা এবং নিযার্তন বন্ধে সকলকে একত্রে কাজ করার আহবান জানান।
নান্দাইল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র কাজের প্রসংসা করে এবং সমাজের সকলকে শিশু ও হত-দরিদ্র মানুষের জন্য সরকারের চলমান কাজের পাশাপাশি কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিটি শিশু যেন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকে, সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে, করোনা সর্ম্পকে সচেতন থাকে এবং যার যার সামর্থ্য অনুসারে দরিদ্রদের সাহায্য করে করে – সাংসদ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশান্ত নাফাক, নান্দাইল এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি বর্তমান সময়ের প্রেক্ষিতে স্থানীয় সরকারে কাজের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভূমিকার কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও নান্দাইল পৌরসভা মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া। এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।