কেন্দুয়ায় কয়েলের আগুনে পুড়ল গোয়ালঘর

মরল তিন গরু আর এক খাসি

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ১৪, ২০২৩

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ওই গোয়ালঘরে থাকা
তিনটি গরু আর একটি খাসি পুড়ে মারা গেছে। এঘটনাটি গতকাল রোববার ভোররাতে পাইকুড়া ইউপির খালিজুড়া গ্রামের এরশাদ মিয়ার বাড়িতে ঘটে। একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে দিশেহারা দরিদ্র কৃষক এরশাদ মিয়া।
ক্ষতিগ্রস্ত এরশাদ মিয়া জানান,প্রতিদিনের ন্যায় শনিবার রাতে মশা তাড়াতে গোয়াল ঘরে কয়েল জ্বালান। রাতে খাওয়া-দাওয়া শেষে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে আগুনে গোয়ালঘর পুড়তে থাকলে মানুষের ডাকচিৎকার তাদের ঘুম ভাঙে। মুহুতেই সব পুড়ে ছাই হয়ে যায়। এসময় গোয়ালঘরে বেঁধে রাখা দুই গাভী ও এক খাসি পুড়ে মারা যায়। একটি বকনা গরু মারাত্মক ভাবে দগ্ধ হয়। পরে সকালে ওই দগ্ধ বকনা গরুটি জবাই করে মাটিচাপা দিয়েছেন। এতে তাঁর প্রায় আড়াই লাখ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি। মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও খালিজুড়া গ্রামের বাসিন্দা রতন চন্দ্র দেবনাথ জানান,ঘটনাটি খুবই দুঃখজনক। এরশাদ মিয়ার যে ক্ষতি হয়েছে তাঁর পক্ষে তা পুষিয়ে ওঠা খুব কঠিন হবে।