স্বজন ডেক্স : পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হলো।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা ৪ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিয়ারে এই স্প্যানটি বসানো হয়।
গতকাল (২৪ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নির্দিষ্ট পিয়ারের কাছে নিয়ে রাখা হয়। আজ সকাল ৭টায় স্প্যান বসানোর কাজ শুরু হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৩তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে এই স্প্যানটি বসানো হলো। গত ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর পিয়ারের ওপর বসানো হয় ৩৩তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র ৭টি স্প্যান বসাতে হবে। আগামী ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর ওপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।