তারাকান্দায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন রেজাউল কবির 

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক ।।  ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পর্যায়ে (জতীয় শিক্ষা পদক ২০২৩) উপজেলার ১৪১ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন রেজাউল কবির। তিনি উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির উপজেলা শাখা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা শিক্ষা অফিস থেকে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। জরাজীর্ণ শিক্ষাঙ্গন,নিয়মিত হোম ভিজিট,মোবাইল ফোনের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীরোধ ও ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা রাখছেন। নিয়মিত পাঠদানের পাশাপাশি সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এসএমসি’র সহযোগিতায় বিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন, শিশুদের লেখাপড়ার  জ্ঞান মূলক বই পড়ার প্রতি বিশেষ নজর দেন। ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করান। মাননীয় প্রধানমন্ত্রী ও গৃহায়ণ ও গণপূর্ত  প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এর নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় ও উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া ফুটবল টুর্নামেন্ট এবং বিশেষ দিনগুলো সঠিকভাবে পালন করেন। প্রতি মাসে বিদ্যালয়ে মিটিং, পিটিএ কমিটি ও মা সমাবেশ মিটিং এর ব্যবস্থা করেন। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যথেষ্ট ভূমিকা রাখেন।
       প্রধান শিক্ষক রেজাউল কবির বলেন, আমি যাচাই-বাচাই কমিটির সভাপতি ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই উপজেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করার জন্য। আগামীতে বিদ্যালয় ও শিক্ষার মান উন্নয়ন,ঝরে পড়া শিক্ষার্থীরোধ এবং ফলাফল বিপর্যয় ঠেকাতে অগ্রণী ভূমিকা পালন করবো।