আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের সাথে স্টেকহোল্ডাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টার : আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত অংশীজনের (স্টেকহোল্ডারের) অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকাল ০৩.০০ টায় আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের সম্মেলন কক্ষে উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নির্বাচনী সংবাদের বস্তুনিষ্ঠতা, সংবাদ প্রচারের ক্ষেত্রে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকাতে হবে। নির্বাচনী সংবাদের তথ্যগুলো যাচাই বাছাই এবং সেকেন্ড হ্যান্ড ও থার্ডহ্যান্ড থেকে সংবাদ আহরণের ক্ষেত্রে তার বস্তুনিষ্ঠতা ও সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে পিআইডি নতুন যাত্রা শুরু করেছে। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের মানসম্মত নিউজ কাভারেজ, আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের তরফ থেকে সরবরাহ করা হচ্ছে বলে স্টেকহোল্ডারগণ সভায় মতপ্রকাশ করেন। এছাড়াও প্রেসট্রেন্ড ও ক্লিপিংসসহ আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
মতবিনিময় সভায় দৈনিক নিউ টাইমস এর সম্পাদক মো: আব্দুল মতিন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দৈনিক স্বজনের বার্তা সম্পাদক কামাল হোসেন, দৈনিক বিশ্বের মুখপত্রের সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম ও স্টাফ রিপোর্টার দ্বীপজয় সরকার, দৈনিক সবুজের স্টাফ রিপোর্টার মোঃ আতাউর রহমান, দৈনিক উর্মীবাংলার স্টাফ রিপোর্টার নিহার রঞ্জন কুন্ড, দৈনিক ভোরের সময়ের ব্যুরো চিফ মো: তোফাজ্জল হোসেন নবেল, দৈনিক দিগন্ত বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, আমাদের ময়মনসিংহের স্টাফ রিপোর্টার কামরুল হাসান, দৈনিক সবুজের বার্তা প্রধান মো: মঈন উদ্দিন, দৈনিক দেশ জনতার ময়মনসিংহ প্রতিনিধি মোঃ মোশারেফ হোসেন জুয়েল, দৈনিক মাটি ও মানুষের বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত, সাপ্তাহিক সোনালী শীশের বার্তা সম্পাদক মোঃ কামাল মিয়া, দৈনিক স্বদেশ সংবাদের বার্তা সম্পাদক রঞ্জন মজুমদার শিবু, দৈনিক হৃদয়ের বাংলার স্টাফ রিপোর্টার ফরিদা ইয়াসমিন রতœা, দৈনিক আজকের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম, দৈনিক জাহানের স্টাফ রিপোর্টার রাশিদ আহম্মেদসহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।