নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
নান্দাইল (ময়মনসিংহ) : বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারে নিহত চারজন।

শাহ্ আলম ভূঁইয়া, আঞ্চলিক অফিস, নান্দাইল :

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩২), তাঁর মা আনোয়ারা বেগম (৬৫) শিশু কন্যা আনিকা আক্তার (৪) ও ফাইজা আক্তার (৬)।

জামাল উদ্দিন পেশায় একজন অটোরিকশা চালক। তিনি নিজ ঘরে তাঁর অটোরিকশাটি চার্জ দিতেন। তিনি অটোরিকশা চালিয়ে তাঁর পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার জামাল উদ্দিন নিজ ঘরে অটোরিকশা চার্জ দেন। বিকাল ৩টার দিকে ঘর থেকে অটোরিকশাটি বের করতে গেলে তা বিদ্যুৎতায়িত হয়ে পড়ে এবং তিনি জড়িয়ে যান। এ সময় জামাল উদ্দিন চিৎকার দিলে তাঁর মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গিয়ে তাকে রক্ষা করতে চাইলে তারাও বিদ্যুতায়িত হয়। এ মুহূর্তে জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিনিদের ধরলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের চারজনের মৃত্যুর খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।’