মোঃ মিজানুর রহমান আকন্দ (ফুলপুর,ময়মনসিংহ) : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুর ময়মনসিংহের আওতায় লাউ চাষ করে সাবলম্বী হয়েছেন আনিজ্জল (৫০) নামের এক কৃষক। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওড়া গ্রামে কৃষক আনিজ্জলের বাড়ী।
জানা যায়, আনিজ্জল উপজেলা কৃষি অফিসের সহায়তায় ১৫ শতক জমিতে আধুনিক উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সুপারগ্রীন লাউ চাষ করেন। ওই লাউ চাষে তার বাম্পার ফলন হয়। ক্ষেতের লাউ বিক্রি করেই তিনি লক্ষ্যাধিক টাকা লাভবান হয়েছেন।
এখনো তার গাছে শতাধিক লাউ ঝুলছে। কৃষক আনিজ্জল বলেন, লাউ চাষের প্রতি আমার তেমন আগ্রহ ছিলনা। কিন্তুু উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদের পরামর্শে লাউ চাষ করে ভালই লাভবান হয়েছি।
উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশিদ তালুকদার জানান, আনিজ্জলের প্রদর্শনীতে কোন প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। জৈব সুষম সার ব্যবহার করা হয়েছে, যা খুবই পরিবেশ বান্ধব। এজন্যই ফলন ভাল হয়েছে।