ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা :
উপজেলা নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স।
বুধবার সকাল ৫টার দিকে ফুলপুরের হরিরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ সড়ক দূর্ঘটনায় ইউএনও’র সরকারি গাড়ি দুমড়ে মুচড়ে যায় এবং তার বাম হাত ভেঙ্গে যায়। আহত ইউএনও’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা অনূপ কুমার শেঠ। ইউএনও’র দেহ রক্ষী আল-আমিন জানান, নির্বাচনী ব্যালট পেপার কেন্দ্রে পৌছে দিয়ে উপজেলায় ফেরার পথে শেরপুর গামী ঝিনাইগাতি একপ্রেস পরিবহনের সাথে এ মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘনায় ইউএনও’র গাড়ী চালক সোহেল (৩০) ও আহত হয়। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী আহত ইউএনও’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন।
দূর্ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে। ফুলপুর থানা পুলিশ সূত্র জানায় দূর্ঘটনা কবলিত দুটিগাড়ী উদ্ধারের চেষ্টা চলছে।