ময়মনসিংহে টেকসই জ্বালানী ব্যবস্থা জনমানুষের প্রত্যাশা এবং অংশীজনদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সোলার বিদ্যুৎ এর চাহিদা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ সম্পর্কে একটি মূল্যায়ন অধ্যয়ন (ঘববফং অংংবংংসবহঃ ঝঃঁফু) সম্পন্ন করেছে। তারই ডিত্তিতে উক্ত গবেষনা থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত সম্পর্কে স্থানীয় অংশীজনদের মতামত এবং প্রতিক্রিয়া জানতে ময়মনসিংহে একটি মতবিনিময় সভার আয়োজন হয়। এ গভেষণার ভিত্তিতে বিইআই ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে একটি অ্যাকশন প্ল্যান এবং প্রকল্প প্রস্তাবণা তৈরী করতে সহযোগিতা করবে। এ উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন পুঁজি সংগ্রহ এবং প্রযুক্তিগত সহযোগিতার জন্য দেশী ও বিদেশী অধ্যয়ন প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে পারবে।
এরই দ্বারা বাহিকতায় ময়মনসিংহে টেকসই জ্বালানী ব্যবস্থা জনমানুষের প্রত্যাশা এবং অংশীজনদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজনে ১১ মে শনিবার ময়মনসিংহ নগরীর নতুন বাজার অবন্তী এ্যারোমা রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অবঃ) এম. হুমায়ন কবির এর সভাপতিত্বে এিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বিইআইয়ের গভেষণা কর্মকর্তা ফয়সাল আহমেদ। টেকসই জ্বালানী ব্যবস্থা জনমানুষের প্রত্যাশা এবং অংশীজনদের ভূমিকা বিষয়ে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড: এ কে এম আদম, সহকারী প্রফেসার ড: মোঃ তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডিডি মোঃ মেহেদী হাসান শাহীন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিটি কর্পোরেশনের কাউন্সিল সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, নাগরিক আন্দোলন ময়মনসিংহ জেলার সাধারন সম্পাদক নুরুল আমিন কালাম, তৃণমুল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার ফারুক আহমেদ সহ সরকারী কর্মকর্তাগণ।