করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ময়মনসিংহ নগরীতে লক্ষাধিক মাস্ক বিতরণ করলেন-মসিক মেয়র টিটু

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

স্টাফ রিপোর্টার :

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আজ (সোমবার) থেকে ময়মনসিংহ নগরীতে পৃথক ২টি ভ্রাম্যমান আদালত মাঠে নামবে। যারা মাক্স ব্যবহার করবেন না, তাদের সতর্কতার পাশাপাশি জরিমানা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসাধারনের মাঝে লক্ষাধিক মাক্স বিতরণ করা হয়।


রবিবার টাউন হলের সামনে সিটির ৩৩ টি ওয়ার্ডে একযোগে মাক্স বিতরনী অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু এ সব কথা বলেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, পুলিশ সুপার আহমার উজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে আফসারী জহুরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, রাজস্ব কর্মকর্তা রাজিব সরকার, কাউন্সিলর আসিফ হোসেন ডন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্সচারীগণ উপস্থিত ছিলেন।

মেয়র টিটু আরো বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আমাদের আরো কঠোর অবস্থানে যেতে হবে। সবাই যেন মাক্স ব্যবহার করে, তা নিশ্চিত করতে সমাজের সকলস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে।

এর আগে অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। আপনারা সবাই মাক্স ব্যবহার করবেন। শারীরিক দূরত্ব বজায় রাখবেন। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে আগামী ২৯ নভেম্বর জেলা প্রশাসনের উদ্দ্যোগে সারা জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ প্রায় ২৯ হাজার জায়গায় একযুগে মাস্ক বিতরণ করা হবে। পরদিন ৩০ নভেম্বর থেকে জেলার সর্বত্র ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

পরে মেয়র ইকরামুল হক টিটু, জেলা মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ অণ্যান্যরা উপস্থিত মাস্কবিহনী পথচারী, রিক্সা, ভ্যান ও অটো চালকদের মাঝে মাস্ক বিতরন করেন।