জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউট (বিনা) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে মানববন্ধন চলাকালে বিনা‘র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, গুটিকয়েক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে অস্থিতিশীল এবং প্রধানমন্ত্রীর উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্ঠা করছে। এদের প্রতিহত করতে হবে। এদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। ভাস্কর্য ভাংচুর এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের কঠিন শাস্তি দাবি করেন তিনি।

মানববন্ধনে বিনা‘র পরিচালক ড. জাহাঙ্গীর আলম, ড. আবুল কালাম আজাদ, মুখ্য বৈজ্ঞনিক কর্মকর্তা ড. মনজুরুল ইসলাম, ড. ইমতিয়াজ আহমেদ, প্রধান বৈজ্ঞনিক কর্মকর্তা ড. হাবিবুর রহমান, ড. রফিকুল ইসলাম, ড. শহিদুল ইসলাম, ড. ফরহাদুল ইসলাম, ড. স্নিগ্ধা রায়, বৈজ্ঞনিক কর্মকর্তা সামিউল ইসলাম, আরাফাত তপুসহ বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।