স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে ময়মনসিংহে মহান বিজয় দিবসে পাটগুদামস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের জাতি স্মরণ করলো মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী জাতির বীর সন্তানদের।
এসময় শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছেন প্রশাসনসহ সকল শ্রেনী পেশার মানুষ। বুধবার ১৬ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভোর ৬টা ৩৬ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরতি মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
পর্যায়ক্রমে জাতির বীর শহিদদের প্রতি সন্মান জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র নেতৃত্বে কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলর বৃন্দ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসির নেতৃত্বে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বিপিএম এর নেতৃত্বে রেঞ্জের পুলিশ কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের নেতৃত্বে পরিষদের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ, র্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নেতৃত্বে র্যাবের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ প্রেসকাব সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গোষ্ঠির নেতৃবৃন্দ, নানা শ্রেনী ও পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেনী পেশার মানুষ মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজমাঠে বেুলন ও পায়রা উড়িয়ে বিজয় দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। এ সময় বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা আঃ রব, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।