জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা :
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন, কৃষিতে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি সম্পৃক্তকরণ, কৃষকদের সার্বিক সহযোগিতা এবং কৃষি প্রণোদনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যাতীত স্বাধীণতা পরবর্তী সময়ে আর কোন রাষ্ট্র নায়কের পক্ষে সম্ভব হয়নি।
তিনি ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুরের নকলায় বানেশ্বর্দী গ্রামে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত সমলয়ে বোরোধান চাষে উদ্বুদ্ধ করতে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সচিব বলেন, সমলয়ে বোরোধান চাষে কিভাবে কৃষককে আরো লাভবান করা যায়, কিভাবে কৃষিতে দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।
সচিব বলেন, করোনা বিপদকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে, কৃষিকে আরো বেগবান করতে সরকার কৃষি প্রণোদনার পাশাপাশি কৃষকদের জন্য সবকিছুই করছে।
কৃষি সম্প্রসার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ’র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএডিসি’র চেয়ারম্যান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছায়েদুল ইসলাম মুকুল, অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মোঃ হাসানুজ্জামান কল্লোল, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডঃ মোহিত কুমার দে, উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, স্থানীয় কৃষক আলহাজ্ব কিতাব আলী প্রমুখ।
ওই সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল মাজেদ, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ ডঃ রেজাউল করিম, সচিব মহোদয়ের একান্ত সচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।