গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) কাব ৯৭ গৌরীপুরের উদ্যোগে সোমবার (২৮ ডিসেম্বর/২০২০) ৯৭ প্রকার বাহারী পিঠা নিয়ে পিঠার উৎসব, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব ৯৭ গৌরীপুরের সভাপতি সুশান্ত সাহা প্রেমু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসার প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, গৌরীপুর গ্রামীন ব্যাংকের ম্যানেজার মোঃ আবুল হোসাইন, এসএস একাডেমির সহকারী শিক্ষক কামরুজ্জামান স্বপন, ব্যবসায়ী মোঃ জুলহাস মিয়া, গৌরীপুর যুগান্তর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার খাতুন, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেন, বড়ইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিমা আক্তার রুমা, দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, হাসনা আক্তার, মাহমুদা আক্তার লিপি, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন তানজু, কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন প্রমুখ।
অনুষ্ঠানে ৯৭ প্রকার পিঠার মধ্যে উল্লেখ্য ছিলো নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা. ডিম চিতই. পাটিসাফটা. দুধ চিতই, নারিকেল বরপি, মালাই পাটি সাফটা, ঝুড়িপিঠা, বিবিখানা পিঠা, পুলি পিঠা, মোগ পাকন, তেলের পিঠা, ফুল ঝুড়িপিঠা, গোলাপ পিঠা, পানতোয়া পিঠা, পাতা পিঠা, ঝিকিমিকি পিঠা, ঝিণুক পিঠা, গোকুলপিঠা, চিটপিঠা, নুডুলস পিঠা, চপপিঠা, সেমাই বরপি, মসল্লাপিঠা, পাকড়া পিঠা, বেনী পিঠা, পায়েস পিঠা, পয়সাপিঠা, গাজরের পাটিসাপটা, পানকৌড়া ঝালপিঠা, চক্কর দানা, বঊ পিঠা, ঝারা পিঠা, হৃদয় হরণ পিঠা, রসকদম, ডিম বাউটি, ছাইন্না পিঠা, লবঙ্গ লতিকা, সিমপিঠা, চাকমা বড়া পিঠা, প্রজাপতি পিঠা, অনথন পিঠা, শালিপুড়ি পিঠা, সুজির লাড্ডু, মুরালি পিঠা, নারিকেল নাড়ু, সাতকানা পিঠা, তারা পিঠা, পেচাপিঠা, মুড়ির নাড়ু, চিড়ার নাডু, চৈ পিঠা, গাজরগোপালী, জামাইবুগ, রাজারাণী পিঠা, কেক পিঠা, রাজভোগ, না-ুশালা, আমসক্ত।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, অনামিকা সরকার, চায়না রানী সরকার, আশিকুর রহমান রাজিব, মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ সজিব খান, লাবিবা ইসলাম রাদিতা, নৃত্য পরিবেশন করেন তায়্যিবা জামান রাইনা, কবিতা আবৃত্তি জান্নাত আফরিন সূচী।
কবিতা আবৃত্তি, গল্পবলা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলো রিফাহ তাসনিয়া তরী, শ্যামাশ্রী ঘোষ বৃন্দা, মোঃ সিয়াম আহনাফ, তাসফিয়া জামান রাইমা, অভিমুন্ন ঘোষ সূর্য্য, মাফিদ আল মাসরিব রাফসান, রাফিদ আল মুশফিক ফারহান, রুবাইয়াত ইসলাম রোদেলা, ফাহিম শাহরিয়ার জয়, তাইয়্যিবা জামান রাইনা, সাদিয়া জামান রাইসা, রাইসা ইসলাম, রাদিয়া মুনতাসির রোদমিলা, তাওয়াজ্জাতুল মেঘলা মহুয়া, নাওয়ার হাসান নির্জন, নাফিসা হাসান হৃদি, হোসাইন মাহমুদ মারজান, মাহমুদুল হাসান মারজু।