স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে ই-ট্রাফিক প্রসিকিউশন সংক্রান্তে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুলিশ সুপারের কনফারেন্সরুমে এই কর্মশালা উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।
উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ই-ট্রাফিক প্রসিকিউশন পদ্ধতি অনেক আগেই শুরু হয়েছে। এই পদ্ধতি বিশেষ করে পেপাার বিহীন ট্রাফিক ব্যবস্থা শতভাগ বাস্তবায়নে উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ই-ট্রাফিক ব্যবস্থায় অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। এর আগে ট্রাফিক ব্যবস্থায় আইন অনুযায়ী রাস্তায় চলাচলরত গাড়ির কাগজপত্র রেখে দেয়া হতো।
ব্যাংকে লম্বা লাইন ধরে কর্মঘন্টা নষ্ট করে জরিমাণার টাকা জমা দিতে হতো। ফলে অর্থনীতির উপরও অনেক চাপ পড়তো। মানুষজনের হয়রানীর পাশাপাশি অনেক সময় তাগজ হারানোর অভিযোগও রয়েছে।
এ পদ্ধতির ফলে মানুষের হয়রানী কমে আসবে। তাৎনিক রাজস্ব আদায়ের পাশাপাশি দীর্ঘসুত্রিতা কমবে। মানুষজন রাস্তায় দাড়িয়েই বিকাশ কিংবা ইউ-ক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে যানবাহন নিয়ে তার যাত্রাপথে চলে যাবে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।