ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে গরীব ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বঙ্গবন্ধু নীলদল।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বঙ্গবন্ধু ভাস্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধু নীলদল আয়োজিত ছিন্নমূলের ১০০ অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল ও এক হাজার মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুুমায়ুন কবীর, প্রক্টর উজ্জল কুমার প্রধান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেুদুল বারী, বঙ্গবন্ধু নীল দলের সহ-সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আজিজুর রহমান আবির, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান আল জাবির, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক তরিকুল ইসলাম, পরিবহন প্রশাসক মো. আরিফুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।