প্রধানমন্ত্রীর দুরদর্শী পরিকল্পনায় কৃষি প্রনোদনার কারণে দেশে খাদ্য সঙ্কট হয়নি
কৃষি ব্যাংকের ঋণ আদায় ক্যাম্প উদ্বোধনে- বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনায় কৃষি প্রনোদনা প্যাকেজের কারণে করোনা মহামারিতে দেশে কোনো খাদ্য সঙ্কট হয়নি। বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুনবাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর বিভাগীয় ঋণ আদায় ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ একথা বলেন।
তিনি জানান, ময়মনসিংহ বিভাগে কৃষি প্রনোদনা প্যাকেজের অধিনে শতকরা ৪% সুদে ৪৬৮ কোটি টাকা এবং মুজিববর্ষ উপলক্ষে স্বল্পসুদে (৭%) ৩৪ কোটি টাকা কৃষিঋণ এবং অন্যান্য খাতে আরো ২২৫ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। যার সুফল এখন চাষিরা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর দুরদর্শিতায় দেশের কৃষি উৎপাদন বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক প্রবীর কুমার দাস, শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম ও উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা তানিয়া শারমিন চৈতি উপস্থিত ছিলেন।