বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি অনুষদের ১৮তম ইন্টার্নশিপ প্রোগ্রামের (৫৫তম ব্যাচের) উদ্বোধনী (০২ ফেব্রুয়ারি ২০২১) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন কনফারেন্স হলে সকাল ১১:০০ টায় অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মকবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, এই পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী। দেশকে এগিয়ে নিয়ে যেতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাকৃবির দক্ষ গ্রাজুয়েটরা কাজ করে যাচ্ছেন। ড. হাসান আরো বলেন, ভেটেরিনারিয়ানগণ দেশে এবং দেশের বাইরে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ইন্টার্নশিপ সম্পন্ন করে অভিজ্ঞতা লাভ করবে। তাদের এই অভিজ্ঞতা দেশের প্রাণি সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নূরুল হক, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ জয়নুল আবেদীন, বাউরেসের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এবং স্কয়ার ফার্মাসিকেল লিমিটেড এর এগ্রোভেট ডিভিশনের গ্রুপ প্রোডাক ম্যানেজার রুবাইয়াত নুরুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, সদস্য-সচিব প্রফেসর ড. শারমিন আক্তার, মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্গানাইজিং কমিটির সদস্য সহযোগী প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির সভাপতি ইমতিয়াজ আমিন, ইর্ন্টান শিক্ষার্থীদের মধ্য থেকে মাহমুদা ইয়াসমিন মুক্তা এবং আহসানুল করিম উদয়।