ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের কাজ করার সময় বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে জালাল উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়, তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের আকবর আলীর ছেলে মোঃ জালাল উদ্দিন পেশায় একজন স্থানীয় বিদ্যুৎমিস্ত্রী। অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে তারাকান্দা বাজার এলাকায় বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছিল। এ
তে খুটিতে উঠে কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন চালু হয়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে জালাল উদ্দিন নিচে পড়ে যান। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ফুলপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী এজেডএম আনোয়ারুজ্জামান জানান, ফিডার বন্ধ রেখে সংযোগ বিচ্ছিন্নকরণ কাজ চলছিল। এ সময় অন্য কোনো ফিডারের সর্ট থেকে বিদ্যুৎ চলে আসায় এ শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।