স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো বিভাগীয় শহর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৩ টি বুথে করোনা ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার বেলা ১১ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত করোনা টিকাদান কেন্দ্রে টিকা নেওয়ার মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার করোনা ভ্যাকসিনের কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে টিকা নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. লুৎফুল হাসান ও তাঁর স্ত্রী, সিভিল সার্জন ডা. মসিউল আলম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলম, ১,২ও ৩ নং ওয়ার্ডের সংরতি নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, চক্ষূ বিশেষজ্ঞ ডা: কে.আর ইসলাম, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ প্রেসকাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচকে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস কুমার বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন বিষয়ক কর্মকর্তা দীপক কুমার মজুমদার, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ বিশ্বাস, মেয়রের সহকারী মো আরিফ হোসেন, মো সিরাজুল ইসলাম প্রমুখ।
মসিক মেয়র করোনা টিকা নেওয়ার পর মেডিকেল কলেজের অন্যান্য বুথগুলো পরিদর্শন করেন এবং পরবর্তীতে ময়মনসিংহ সিএমএইচে স্থাপিত অপর টিকাদান কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।
করোনা টিকা নেওয়ার পর মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা মহামারীর শুরু থেকেই আমরা ভ্যাক্সিনের জন্য অধীর অপোয় ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা দ্রুততম সময়ে করোনা টিকা নিতে পারছি।
তিনি আরো বলেন, করোনা টিকাদান কার্যক্রমকে সফল করার স্বার্থে সকল বিভ্রান্তিকে দূরে রেখে টিকা নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নাম ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবীর, এনডিসি, বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান, পিপিএম সেবা, বিএমএ সভাপতি ডাঃ মোঃ মতিউর রহমান ভূইয়া, বিএমএ সাধারন সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, মেডিকেল কলেজের উদ্বর্তন কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ৩ টি কেন্দ্রে মোট ১৩ টি বুথে করোনা টিকাদান কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।